গুয়াহাটিঃ গুয়াহাটি (Guwahati) মহানগরে G20 বৈঠকের চূড়ান্ত প্ৰস্তুতি শেষ। আর দুদিন বাদেই G20 বৈঠক। বৈঠককে ঘিরে গোটা মহানগরকে সাজিয়ে তোলা হয়েছে। মহানগরের রাস্তায় চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ।
বিদেশ থেকে প্ৰতিনিধিদের স্বাগত জানাতে রাস্তার পাশে দেওয়ালগুলিতে রং করা হয়েছে, উড়ালপুলগুলিকে রং করা হয়েছে। রং তুলি শিল্পীদের হাতের কারুকার্যের ফলে মহানগরের সৈন্দর্য বেড়েছে। ফ্লাইওভারগুলিতে আলো দিয়ে সাজানো হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে রাস্তার চারপাশ।
গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর (Lokpriya Gopinath Bordoloi International Airport) থেকে শুরু করে মহানগরের রাস্তঘাটগুলিকে পরিষ্কার করে চারপাশে আলো দিয়ে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। রাস্তাঘাটে এক টুকরো কাগজ পড়ে থাকলেও সেটাও পরক্ষণেই পরিষ্কার করে নেওয়া হচ্ছে। G20 র গুয়াহাটিতে ৪টি বৈঠক হবে এবং ডিব্ৰুগড়ে একটি বৈঠক হবে।
এ ব্যাপারে কামরূপ (মেট্ৰো)(Kamrup-Metro) র জেলা শাসক পল্লব গোপাল ঝা(Pallav Gopal Jha) জানিয়েছেন জি২০ বৈঠককে সফল করে তুলতে প্ৰ্তুতি পর্ব তুঙ্গে। মহানগরকে পয় পরিষ্কার রাখতে মহানগরবাসীকেও সহযোগিতার আহ্বান করেছেন তিনি।
বিমানবন্দর ব্যবস্থাপনা সমিতি(Airport management association), পর্যটন বিভাগের (Tourism Ministry) সঙ্গে মিলে বিমানবন্দরে ট্যাক্সি চালকদের জন্য ইতিমধ্যেই Sensitisation programme আয়োজন করা হয়েছে। বিদেশ থেকে আগত পর্যটকদের (Tourists) সঙ্গে মত বিনিময়ের সময় কিভাবে ভাল আচরণ করতে হবে ট্যাক্সি চালকদের সে সম্পর্কে প্ৰশিক্ষণ দেওয়া হয়েছে।