নয়াদিল্লি: ক্ষুধার্ত এখনো আছে ভারতে! অবাক বটে! বিশ্ব ক্ষুধা সূচক ২০২৩-এ ১১১ তম স্থানে আছে ভারত । গতবার ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে ছিল দেশ ।
আর এবার চলতি বছর রিপোর্ট বলছে, ১২৫টি দেশের মধ্যে ভারত আছে ১১১ নম্বরে । আরও চার ধাপ নীচে নেমে গিয়েছে ভারত ।
তবে এসব রিপোর্টে কোনো কাজ নেই। এই রিপোর্ট ত্রুটিপূর্ণ বলে দাবি করা হচ্ছে । প্রধানমন্ত্রী মোদি আসার পর আর দেশের মানুষ ক্ষুধার্ত বা অপুষ্টিতে তেমন নেই।
এদিকে ক্ষুধা সূচকে পাকিস্তান রয়েছে ১০২ নম্বরে, অথচ সে দেশে খাওয়াই নেই,, খাবারের আগুন দাম। বাংলাদেশ ৮১, নেপাল ৬৯ এবং শ্রীলঙ্কা ৬০ ।