নয়াদিল্লি: প্রয়াত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন (S Venkitaramanan)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘ রোগভোগের পর শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভেঙ্কিটারমণন।
উল্লেখযোগ্য যে তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অষ্টাদশ গভর্নর ছিলেন।
১৯৯০ থেকে ৯২ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের অষ্টাদশ গভর্নর হিসেবে ২ বছরের জন্য দায়িত্ব সামলেছেন ভেঙ্কিটারমানন।