প্রকৃত ভারতীয় নাগরিক হয়েও একদিকে যেমন নাম বিভ্রাটে মধুবালার মত নিরীহ মানুষ ডিটেনশ্যন ক্যাম্পের আবর্জনার মধ্যে আবদ্ধ হয়ে আছেন তেমনি অন্যদিকে জারি রয়েছে কিছু ভুয়ো কারবার !
এন আর সি তে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্যে ভুয়ো ভোটার পরিচয় পত্র দাখিল করার অভিযোগে অসমের মরিগাঁও পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে । নাম জিয়াবুর রহমান ।
সূত্রে জানা গেছে, মরিগাঁও জালুগুটি এন আর সি সেবাকেন্দ্রে এই ভুয়ো ভোটার পরিচয় পত্র দাখিলের ঘটনাটি সংঘটিত হয় ।
সেবা কেন্দ্রের আধিকারিক মিকিরভিটা পুলিশ থানায় অভিযোগ দাখিল করার ভিত্তিতে সোমবার নাগাল্যাণ্ডের ডিমাপুর থেকে জিয়াবুরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারের ঘটনাতেই কাহিনি সমাপ্ত নয়, বিশেষ সূত্রে জানা গেছে, রীতিমত টাকার বিনিময়ে জিয়াবুরকে ভুয়ো ভোটার পরিচয় পত্র প্রদান করেছিলেন হিবজুর নামক জনৈক ব্যক্তি ।
ঘটনা সন্দর্ভে জিয়াবুরের জেরা অব্যাহত রাখা হয়েছে ।