• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Monday, January 30, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home অসম

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অসমের হাইলাকান্দি জেলায়

এন ই নাও নিউজ by এন ই নাও নিউজ
August 29, 2019 12:52 pm
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অসমের হাইলাকান্দি জেলায়
210
VIEWS
Share on FacebookShare on Twitter

পলিথিন বিরোধী অভিযান হাইলাকান্দি পুরসভার। শহরকে প্রদূষণ মুক্ত করার লক্ষে কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। একই সঙ্গে শহরের ফুটপাত বেদখল করতেও উচ্ছেদ অভিযানেও নামলো হাইলাকান্দি পুরসভা।

প্রদূষণমুক্ত ও পলিথিন মুক্ত হাইলাকান্দি গড়ার লক্ষ্য নিয়ে বুধবার হাইলাকান্দি পুরসভা অভিযান চালায়। জেলা প্রশাসনের তরফে এই মাসের প্রথম দিকেই পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা জাড়ি করা হয়েছিল। কিন্তু তার পরও শহরে অবাধ ভাবে চলছিল পলিথিনের ব্যবহার। অবশেষে বুধবার পলিথিনের ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ করতে অভিযান চালায় পুরসভা।

একই সঙ্গে শহর এলাকায় দীর্ঘ বছর ধরে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতেও এদিন অভিযান চালায় পুরসভা।

শহরের একাংশ ব্যবসায়ী দীর্ঘদিন থেকে তাদের দোকানের সামনের চালা বাড়িয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের সামগ্রী ঝুলিয়ে রেখে পথচারী সহ আমজনতার চলাচলে যেমন অসুবিধা করছিলেন, তেমনি একাংশ ইট, পাথর, বালু ব্যবসায়ী ও নাগরিকরা তাদের ব্যক্তিগত স্বার্থে দোকান বা বাড়ির সামনে ইট, বালি, পাথর প্রভৃতি রেখে রাস্তা দখল করে রেখেছিলেন।

পথচারী ও স্থানীয় নাগরিকদের পথ চলাচলে ব্যাপকভাবে অসুবিধা সৃষ্টি হওয়ার বারবার অভিযোগ উঠে আসছিল এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগের পাহাড় জমে যাওয়ার পর এবার নড়েচড়ে বসে হাইলাকান্দি পুরসভা।

বুধবার থেকে উচ্ছেদ অভিযানে নামে পুরসভা। তবে অবশ্য শহরের দোকানি তথা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের কাছে অনেক আগেই নোটিশ পাঠিয়ে পুরসভা জানিয়ে দেয় যে, তাদের দোকানের বাড়তি অংশ অর্থাৎ ফুটপাত দখল করে বৃদ্ধি করা দোকানের চালা খুলে নিতে ও দোকানের সামনে সামগ্রী না রাখতে।

যদিও নোটিশে বেঁধে দেওয়া সময়সীমা বুধবার সম্পন্ন হওয়ার পর এদিন হাইলাকান্দি পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং এর নেতৃত্বে পুর বোর্ডের একাংশ সদস্য, পুরসভার কর্মীরা দিনভর উচ্ছেদ অভিযানে নামেন।

শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু রোড থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। শহরের ব্যস্ততম এলাকা নেতাজি রোড, রতনপুর রোড-সিরাজপট্টি, পাবলিক স্কুল রোড, শিববাড়ি রোড, একাদশ শহিদ সরণি, এসএস রোড, কালীবাড়ি রোড প্রভৃতিতে অভিযান চালানো হয়।

পুরসভার লরি সঙ্গে নিয়ে কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং সহ পুর সদস্য তপন চৌধুরী, গোবিন্দ পাল, চিন্ময় দাস, অরুণ দাস ছাড়াও পুরসভার সর্বস্তরের কর্মীরা এই উচ্ছেদ অভিযানে শহরে চরকিপাক খেয়েছেন।

ফুটপাত দখল করে দোকানের চালা অবৈধভাবে বাড়িয়ে তৈরি করার ফলে এগুলো খুলে পুরসভার গাড়িতে তোলার নির্দেশ দিতে দেখা গিয়েছে কার্যবাহী আধিকারিককে। আবার কখনও কোনো কোনো দোকানিরা নিজে থেকেই খুলে নিতে দেখা গিয়েছে।

তবে অবশ্য বৃহস্পতিবার সকালের মধ্যে এসব অবৈধ চালা খোলে ফেলা সহ দোকানের সামনে ফুটপাত দখল করে সামগ্রী রেখে বিক্রি করা বা স্তূপীকৃত ইট, বালু, পাথর সরিয়ে নিতে দোকানি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের কড়া নির্দেশ দিয়ে কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং স্পষ্ট বলে দিয়েছেন, বৃহস্পতিবার সকালের মধ্যে সরিয়ে নেওয়া না হলে এদিন দুপুরের দিকে পুরসভার জেসিটি গাড়ি এনে এসব গুড়িয়ে দেওয়া হবে। এভাবে এদিন উচ্ছেদ অভিযান চলে হাইলাকান্দি শহরে।

এদিকে, একাংশ দোকানি তাদের দোকানের সামনে ডাস্টবিন না রেখে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রাখার বিষয়টি পুরসভার নজরে আসে। এতে তৎক্ষনাৎ কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং এসব দোকানিদের বিরুদ্ধে পুরসভার নিয়ম মতে মাশুল আদায় করার নির্দেশ দিন পুরসভার কর্মীদের। এতে পুরসভার কর্মীরা এসব দোকানিদের কাছ থেকে মাশুল আদায় করে।

তবে পুরসভার পক্ষ থেকে অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এভাবে অভিযানে নামার ফলে শহরের নাগরিকরা সাধুবাদ জানালেও এটা লোক দেখানো অভিযান যাতে না হয় এ ব্যাপারে পুরসভার কাছে আর্জি জানিয়েছেন শহরের বৌদ্ধিক মহল।

অবশ্য পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং অভিযান শেষে সাংবাদিকদের জানিয়েছেন, ফুটপাত বেদখলমুক্ত করতে বদ্ধপরিকর পুরসভা। বুধবার অভিযান চালানো হয়েছে, মাশুলও আদায় হয়েছে। বৃহস্পতিবারও একইভাবে অভিযান চলবে।

No Result
View All Result

Recent Posts

  • বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্ৰ সংক্ৰান্ত জনস্বার্থ মামলা শুনতে রাজি সুপ্ৰিম কোর্ট
  • পাকিস্তানের পেশোয়ারে মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণ, হত ১৭, আহত অনেক
  • অনূর্ধ্ব -১৯ মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল ভারতীয় তরুণি দল
  • Kolkata Fatafat Result আজ – January 30, 2023 লাইভ আপডেট
  • ৭৬-তম প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd