নয়াদিল্লি: কেলেঙ্কারির শেষ নেই নেতা মন্ত্রীদের! একের পর এক বিশাল বিশাল কেলেঙ্কারি তাদের।
এবার এক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীকে জরিমানা করা হলো। দেওয়ালির রাতে বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে মোট ৬৮ হাজার ৫২৬ কোটি টাকা জরিমানা করল রাজ্যের বিদ্যুৎসংস্থা।
এই টাকা জরিমানা করা হয়েছে বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।
তবে কুমারস্বামীর দাবি, তাঁর জেপি নগরের বাড়িতে আলোকসজ্জার সময় তিনি বাড়ি ছিলেন না।