নয়াদিল্লি: রক্ষে নেই। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন অনেক আগেই৷ এবার শুল্ক দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
ইডি দফতরে হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। সমন পাঠানো হয়েছে তাঁকে।
আগামী ২ নভেম্বর সব প্রয়োজনীয় নথি পত্র নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হল৷
উল্লেখ করা জরুরি যে, এর আগে গত ১৬ এপ্রিল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল।