নয়াদিল্লি: বড়সড় ভূমিকম্প হল নেপালে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভারত সীমান্তের কাছেই হয়েছে ভূমিকম্প । দিল্লিতেও মারাত্মক কম্পন অনুভূত হয়েছে।
দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও জোরালো কম্পন অনুভূত হয়েছে।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ নেপালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।