নয়াদিল্লি: নেপালের ভয়াবহ অবস্থা। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। জান গিয়েছে, ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এবং আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে।
হয়তো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে।
আরো বেশ কিছু জায়গাও কেঁপেছে ভূমিকম্পে। এনসিআর, অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। বিশাল জোরে হয়েছে ভূমিকম্প।