নয়াদিল্লি :ভারতের এই রেলস্টেশনের নাম হচ্ছে আটারি। বর্তমানে এই স্টেশনটি আটারি শ্যাম সিং স্টেশন নামে পরিচিত। তবে স্টেশনের নাম দিয়ে কিছু আসে যায় না এর কাহিনি শুনলে অবাক হবেন।
এবং এই স্টেশনে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানি ভিসা লাগবে।
কিন্তু ভিসা ও পাসপোর্ট তো দরকার হয় বিদেশে যাওয়ার জন্য? এখানে কেন? আর এটি ভারতেই।
পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। এক সময় এই রেল স্টেশন দিয়ে চলাচল করত সমঝোতা এক্সপ্রেস।