নয়াদিল্লি : দিল্লির আকাশ প্রতিবছর কালিপুজোর আগে এই অবস্থা হয়। প্রচণ্ড দূষণ। টানা ছয় দিন বিষাক্ত ধোঁয়াশায় ঢাকা পড়ে আছে রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ।
আর বাতাসের এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের অবস্থা ভালো হবে না। জনগণের সমস্যা তৈরি হচ্ছে।
এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করেই শীতকালীন ছুটি ঘোষণা হলো দিল্লির স্কুল। আগামি ৯ থেকে ১৮ নভেম্বর বন্ধ থাকবে দিল্লির সব স্কুল । নির্দেশিকা জারি করেছেন শহরের শিক্ষা অধিকর্তা। যদিও টেন আর টুয়েলভের ক্লাস হবে।