করোনার বাড়বাড়ন্ত আবার দেখা যাচ্ছে ভারতে। টিকাকরণ সব চলছে, ভারতে প্রথম থেকেই টিকাকরণের উপর জোর দেয়া হয়েছে, কিন্তু করোনা যেন আবার জাঁকিয়ে বসছে।কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে। করোনা গ্রাফ এই নিচের দিকে তো এই উপরে।
পরিসংখ্যান বলছে,রাজধানীতে আবার করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে।বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২৭২৬ জন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী দিল্লিতে গত প্রায় সাত মাসে এটাই হচ্ছে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ফলে স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু তাই নয়, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও। হিসেব মাফিক, ৬ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। পজিটিভিটি রেট ১৪.৩৮। তথ্য অনুযায়ী, অ্যাক্টিভ কেস লোড পৌঁছেছে ৮৮৪০-এ, যা গত ছয় মাসে সবথেকে বেশি।
এর আগে ৬ ফেব্রুয়ারি অ্যাক্টিভ কেস লোডের সংখ্যা ছিল ৮৮৬৯। সবদিকেই চিন্তা বাড়াচ্ছে করোনা।নমুনা পরীক্ষাও চলছে করোনা শনাক্তকরণে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৮ হাজার ৯৬০ জনের। স্বাস্থ্যবিধি মানতে হবে, জনসমাগমে যেতে হয় কাজের খাতিরে, তাছাড়া উপায় নেই।
মানুষের না খেয়ে নয়তো মারা যেতে হবে। কিন্তু মাস্ক অবশ্যই পরুন, এবং হাত ধোন বারবার করে, যেন নোংরা হাত চোখেমুখে না লাগে। পারলে স্যানিটাইজার রাখুন সাথে। তাছাড়া উপায় নেই।

