অসমে সোমবার ফের একসঙ্গে ৪০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে রাজ্যে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫৮ জনে।
আজ পজিটিভ শনাক্তদের মধ্যে রয়েছে যোরহাটের ৩১জন, ধেমাজির ৩জন, বিশ্বনাথের ২জন, ধুবড়ির ২জন এবং লক্ষিমপুর তথা ডিব্রুগড়ের ১ জন।
অসমে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৬০ জন ব্যক্তি। বর্তমান সক্রিয় রোগির সংখ্যা ২ হাজার ১৮৭জন। মৃত্যু ঘটেছে ৮ জনের।