নয়াদিল্লি: আফগানিস্তানের অবস্থা ছারখার বলা যায়। এবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল তাঁর নিজ কার্যালয়ে বিস্ফোরণে মারা গিয়েছেন।
এদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন। ঘটনার পুরো তদন্ত চলছে।
বারবার এভাবে জঙ্গি হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে আফগানিস্তান।
উল্লেখযোগ্য যে, আফগানিস্তানে তালিবান (Taliban) আর আইসিসের (ISIS) মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে, এবং এটা হয়েছে গত ২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকে।
আর এবার তো সরাসরি তালিবান গভর্নরের মৃত্যু হল। এই ঘটনায় কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার না করলেও একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল যে, এর পিছনে আইসিস।
বৃহস্পতিবার গভর্নরের অফিসে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা এমনটাই জানা গিয়েছে। হামলায় ওই গভর্নর- সহ দু’জন মারা গিয়েছে।