নয়াদিল্লি: বার্থ সার্টিফিকেট লাগবেই। আপনার আছে তো ? নাহলে অনলাইনে আবেদন করতে হবে।
১ অক্টোবর থেকেই বদলাতে চলেছে নিয়ম। একক প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে বার্থ সার্টিফিকেট।
স্কুল-কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডে নাম তোলা থেকে আধার পঞ্জিকরন, বিয়ের রেজিস্ট্রেশন, সরকারি চাকরিতে যোগ দেওয়া, সব কাজে একক প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে বার্থ সার্টিফিকেট।
নতুন আইন অনুযায়ী আগের থেকে আরও বেশি মজবুত হতে চলেছে জন্ম নথি।
এতদিন পর্যন্ত জন্মের তারিখ ও জন্মস্থান প্রমাণ করার জন্য বিভিন্ন জায়গায় পেশ করতে একাধিক নথি। তবে এক অক্টোবর থেকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটেই সমস্ত কাজ করা হবে।