গুয়াহাটি: অসমের কার্বিআংলং জেলায় (Karbi Anglong district in Assam) বৃহৎ পরিমাণের মাদক দ্ৰব্য ধরেছে অসম পুলিশ। কার্বি আংলং জেলার পুলিশ (Karbi Anglong district police) ২৫ কোটি টাকার বেশি নেশা জাতীয় সামগ্ৰী হেরোইন (Heroin) উদ্ধার করেছে। নেশা জাতীয় সামগ্ৰীগুলির ওজন ৪ কেজিরও বেশি।
অসম পুলিশ এ পর্যন্ত যত মাদক দ্ৰব্য ধরেছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান। এই ঘটনায় অসমের কার্বি আংলং জেলার (Karbi Anglong district police) পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

কার্বি অ্যাংলং পুলিশ জানিয়েছে- “একটি ট্রাক আটকানো হয়েছিল এবং অসম পুলিশের ডগ স্কোয়াডের ‘ড্যানি’ আমাদের স্নিফার যোদ্ধা ৪.১০৯ কেজি সন্দেহভাজন হেরোইন শুঁকেছে” ।
এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma) মাদক উদ্ধারকে “এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান” বলে অভিহিত করেছেন। আসাম পুলিশকে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী।