গুয়াহাটি: ভুটানের রাজা এসেছেন ভারতের আসামে। শুক্রবার তিন দিনের সফরে ভারতে (India) এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক (Bhutan’s King Jigme Khesar Namgyel Wangchuck)।
আসামের বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে পুজোও দেন ভুটানের রাজা।