গুয়াহাটিঃ বাংলা সাহিত্য সভা, অসম-(Bangla Sahitya Sabha, Assam)এর রাজ্যিক প্ৰতিনিধি সম্মলনের আজ প্ৰথম দিন ছিল। নবগঠিত সাহিত্য সংগঠনটির এটি ছিল প্ৰথম রাজ্য পর্যায়ের সম্মেলন। রবিবারও অনুষ্ঠান রয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মালিগাঁও পাণ্ডবনগরের হিতেশ্বর শইকিয়া প্ৰেক্ষাগৃহে।

এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন অসমের শিক্ষামন্ত্ৰী ড০ রনোজ পেগু(Dr Ranoj Pegu, Education Minister, Assam)। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্ঠা ড০ ননীগোপাল মহন্ত, রবীন্দ্ৰ বিশেষজ্ঞ ড০ উষারঞ্জন ভট্টাচাৰ্য, রবীন্দ্ৰনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড০ অমলেন্দু চক্ৰবর্তী, রাজ্যসভার সাংসদ পবিত্ৰ মার্ঘেরিটা, ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সভাপতি শিলাদিত্য দেব, অসম সাহিত্য সভার সভাপতি সূৰ্যকান্ত হাজরিকা প্ৰমুখ।
রবিবার সকালে সাংস্কৃতিক শোভাযাত্ৰার আয়োজন করা হয়েছে। বরাক-ব্ৰহ্মপুত্ৰের বাংলাভাষী-অসমিয়াদের এক মৈত্ৰীমঞ্চ রূপে গঠিত হয়েছে বাংলা সাহিত্য সভা, অসম(Bangla Sahitya Sabha, Assam)। এই প্ৰীতিমঞ্চের মাধ্যমে মাতৃভাষা বাংলা এবং ধাত্ৰীভাষা অসমিয়ার মধ্যে আরও বেশি বিনিময়, ভাবের আদান প্ৰদান, নিবিড় নৈকট্যের জন্য প্ৰথম রাজ্য প্ৰতিনিধি সম্মেলন ২৫ এবং ২৬ মার্চ অর্থাৎ শনি ও রবিবার মালিগাঁও পাণ্ডবনগরে আয়োজন করা হয়েছে।