গুয়াহাটি: মুসলিমরাই সবচেয়ে বেশি অপরাধ করে। নারী দেখলে তাদের যৌন উত্তেজনা জাগে। চরম এই মন্তব্য করেছেন একজন মুসলিম নেতাই। তিনি বদরউদ্দিন আজমল।
আর মুসলিমদের মধ্যেই অপরাধের হার সবচেয়ে বেশি। ধর্ষণ থেকে শুরু করে লুঠ, ডাকাতি- সব জায়গায় শীর্ষে এই মুসলিমরাই। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান বদরুদ্দিন আজমল এই মন্তব্য করেছেন।
সম্প্রতি এক জনসভায় AIUDF প্রধান পরিষ্কার বলেন, “আমরা (মুসলিমরা) সব ধরনের অপরাধমূলক কাজে এক নম্বরে আছি। চুরি, ডাকাতি, ধর্ষণ, লুঠ- সবকিছুতেই। সবচেয়ে বেশি জেলেও যাই আমরাই।”
তবে মনে করা হচ্ছে বদরউদ্দিন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যেই এই মন্তব্য করেছেন।
বদরুদ্দিন আজমলের কথায়, “বিশ্বজুড়েই মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে না। উচ্চস্তরের পড়াশোনা তো দূর অস্ত, মাধ্যমিকও পাশ করে না। শিক্ষার প্রয়োজনীয়তা কথাই যুবপ্রজন্মের সামনে তুলে ধরতে হবে।”