নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামি ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া।
এবং ৩ ডিসেম্বর একসাথে পাঁচ রাজ্যের ভোটগণনা হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- পাঁচ এই রাজ্য।
তবে ছত্তিশগড়ে দুই দফায় নির্বাচন হবে। বলে জানিয়েছে কমিশন।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা- এই তিন রাজ্যে এক দফাতেই ভোট করানো হবে।
১৭ নভেম্বর শুরু হবে মধ্যপ্রদেশের ভোটগ্রহণ।
রাজস্থানে ভোট ২৩ নভেম্বর। এবং সবশেষে তেলেঙ্গানায় হবে। ৩০ নভেম্বর
হবে ভোট।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাঁচ রাজ্যের মোট ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আর এ বার নতুন ভোটারের সংখ্যা হচ্ছে ৬০ লক্ষ। এবং মোট ভোটারের সংখ্যা হলো ১৬.১ কোটি।