নয়াদিল্লি: আজ ৭ নভেম্বর মঙ্গলবার ছত্তীসগঢ়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামেও।
মিজ়োরামের ৪০টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৭টা থেকে। ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ভোটদাতা।
তবে সকাল সকাল অঘটনের খবর সামনে এলো। ছত্তীসগঢ়ে ভোট চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান।
জানা যাচ্ছে, নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই এই বিস্ফোরণ হয়। নকশালদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে আবার মিজ়োরামের মুখ্যমন্ত্রী ভোট দিতে পারেননি। মন্ত্রী জ়োরামথাঙ্গা সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি।