গুয়াহাটি: আসামে এবার সরকারি কর্মচারীদের জন্যে কড়া ব্যবস্থা। কর্মচারীদের জন্যে বিশেষ নির্দেশ।
অসম সরকারের তরফে নির্দেশ জারি করা হয়েছে, কোনও রাজ্য সরকারি কর্মী সরকারের কাছ থেকে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। অসম সরকারের মুখ্য সচিব নীরজ ভার্মা ২০ অক্টোবর এই নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সেটা প্রকাশ্যে আসে।
আর কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
নীরজ ভার্মা নির্দেশে জানিয়েছেন, অসম সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস ১৯৬৫ অনুসারে যাঁর একজন স্ত্রী আছে বর্তমানে তিনি সরকারের কাছ থেকে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারেন না।
নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনও সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে ছাড়পত্র নিতে হবে।