করোনা ভাইরাসের জন্যে স্থাপন করা আইসোলেশন সেন্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন অসমের একজন বিধায়ক।
অসমের ধিং কেন্দ্রের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে আজ মঙ্গলবার সকালে নগাঁও পুলিশ গ্রেফতার করে।
উল্লেখযোগ্য যে, করোনা নিয়ে এআইইউডিএফের উক্ত বিধায়ক ভয়ংকর অপপ্রচার চালাচ্ছিলেন।
করোনা রোগির জন্যে স্থাপন করা কোয়ারেন্টাইন সেন্টারকে ডিটেনশন সেন্টার থেকেও ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর এমন ঘৃণ্য মন্তব্য ইসলাম ধর্মাবলম্বী জনগণকে বিপথে পরিচালিত করার অভিযোগ উঠেছে।
আমিনুল ইসলাম এখানেই থেমে থাকেননি। তিনি মুসলিম লোকেদের আড়ালে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সহযোগ না করার জন্যেও প্ররোচিত করছিলেন।
অসম পুলিশের হাতে এসে পড়ে একটি বিশেষ অডিও। ভাইরাল হয়ে পড়া উক্ত বিধায়কের কণ্ঠ সম্বলিত এই ক্লিপটিতে বহু আপত্তিজনক তথ্য সামনে এসেছে।
কোয়ারেন্টাইন সেন্টার, চিকিৎসক এবং স্বাস্থ্যবিভাগের প্রতি বিদ্বেষ প্রকাশ করা উক্ত অডিওতে তবলিগি জামাত থেকে ফেরা লোকেদের শাস্তি প্রদান করা হচ্ছে এমন কথা উল্লেখ করা হয়েছে!
সোমবার রাত থেকে নগাঁও পুলিশের অতিথিশালায় বিধায়ক আমিনুলকে নজরবন্দী করে রাখা হয়েছিল।