গুয়াহাটি: আজ হোলি। রঙের উৎসব হোলি উদযাপন করছে গোটা ভারত। রঙে রঙে রঙিন সবাই। ভারতবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবসে ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন- “হোলির অনেক শুভেচ্ছা। আপনার সকলের জীবনে সবসময় আনন্দ ও উদ্দীপনার রঙ বর্ষিত হোক।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন- “হোলি, উচ্ছ্বাস ও উদ্দীপনার উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। স্নেহ ও ভ্রাতৃত্বের এই উৎসব আমাদের বৈচিত্র্যময় সমাজের প্রাণবন্ত রঙ ও সম্প্রীতির প্রতীক। আমার রঙের এই মহান উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও নতুন শক্তি বয়ে আনুক।

আসামেও পালিত হচ্ছে হোলি।বাচ্চারা আনন্দে মুখরিত। পিচকারি, রং নিয়ে তারা মহাসুখে খেলা করছে।