নয়াদিল্লি: মোদি বিরোধী পোস্টার কাণ্ডে গ্রেপ্তার হলেন ৮ জন! ‘মোদী হাটাও দেশ বাঁচাও” পোস্টার (Modi Poster) কাণ্ডে আমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ৮ ব্যক্তি।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি আপ মোদীর বিরুদ্ধে দেশ জুড়ে পোস্টার ক্যাম্পেন লঞ্চ করেছে। আর ঠিক তাঁর একদিন পরেই গুজরাটে পোস্টার কাণ্ডে ধরাধরি শুরু হল ।
পুলিশ জানিয়েছে, শহর জুড়ে বিভিন্ন এলাকায় বেআইনিভাবে পোস্টারগুলি লাগানো হয়েছে। জানা গিয়েছে, যারা ধরা পড়েছে তারা সবাই আপ কর্মী।
জানা যাচ্ছে , AAP-এর “মোদী হটাও, দেশ বাঁচাও” প্রচারাভিযানটি সারা দেশে ১১টি ভাষায় শুরু হয়েছিল। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালায়ালাম, মারাঠিতে পোস্টার প্রকাশ করা হয়েছে।আহমেদাবাদ পুলিস জানিয়েছে, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এমনকি স্বাধীনতার আগে যখন স্বাধীনতা সংগ্রামীরা পোস্টার লাগাতেন, তখন ব্রিটিশরা তাদের বিরুদ্ধে কোনও এফআইআর বা ব্যবস্থা নেয়নি’।
বলেন, ‘বৃটিশ শাসনকালে ভগত সিং অনেক পোস্টার লাগিয়েছিলেন, তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়নি।‘