• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Saturday, February 4, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home অসম

অসমে ৬ টি ডিটেনশন শিবির, এবার খুলল কর্ণাটকে! মোদি-অমিতের কথায় মিথ্যাচার, দাবি মহলের

এন ই নাও নিউজ by এন ই নাও নিউজ
December 25, 2019 12:51 pm
অসমে ৬ টি ডিটেনশন শিবির, এবার খুলল কর্ণাটকে! মোদি-অমিতের কথায় মিথ্যাচার, দাবি মহলের
91
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের কোথাও কোন ডিটেনশন ক্যাম্প নেই। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহলে প্রশ্ন হলো, বিজেপি‌শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে বেআইনি অভিবাসীদের জন্য রাজ্যের প্রথম ডিটেনশন শিবির যে খুলে গেল, সেটি কাদের জন্যে?

বেঙ্গালুরু থেকে ৪০ কিমি দূরে নেলামাঙ্গলায় তৈরি হয়েছে এই ডিটেনশন ক্যাম্প।

সারা অসমের তেজপুর, গোয়ালপাড়া, শিলচর, ডিব্রুগড়, কোকড়াঝাড় ও যোরহাট জেলাসহ মোট ৬ টি ডিটেনশন ক্যাম্প রয়েছে।

ডিটেনশন ক্যাম্প তো মৃত্যুপুরি!

‘প্রধানমন্ত্রীর কথা যদি সত্যি হয়, তা হলে রাত ২টোর সময়ে পুলিশ ঘুম থেকে টেনে তুলে কোথায় নিয়ে গিয়েছিল?’’ জিজ্ঞাসা গোয়ালপাড়ার শ্যামল ঘোষের।

‘‘ডিটেনশন ক্যাম্প নেই! তা হলে আমার ছেলে সুব্রত দে মরল কোথায়?’’ অবাক হয়ে প্রশ্ন করলেন গোয়ালপাড়ার আশুডুবির বাসিন্দা অণিমা দে।

কৃষ্ণাইয়ের রবি দে ভেবে পাচ্ছেন না, ডিটেনশন ক্যাম্প যদি মিথ্যেই হয়, এত দিন তবে কোথায় ছিলেন তিনি? কোথা থেকে মুক্তি পেলেন? আর নিয়ম করে থানাতেই বা হাজিরা দিয়ে যেতে হচ্ছে কেন? সূত্র আনন্দবাজার।

রবিবার রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় স্তম্ভিত দেশবাসী, বিভিন্ন মহল।

বেঙ্গালুরুর সোন্দেকোপ্পা গ্রামে উঁচু পাঁচিলে ঘেরাও করা হয়েছে। পাঁচিলের উপর কাঁটাতারের বেড়া।

ক্যাম্পের দুই প্রান্তে দু-দুটো সুরক্ষা টাওয়ার। ডিটেনশন শিবিরের ভিতর রয়েছে  ২৪টি শয্যাবিশিষ্ট ছ’টি ঘর। আলো-সূর্যহীন কড়া নিরাপত্তা তো রয়েছেই।

গত ২০১৮ সালের আগস্ট মাসে ১৫ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার হয় কর্নাটকে। হাই কোর্ট তাদের রাখার বন্দোবস্ত করার নির্দেশ দেয় রাজ্য সরকারকে। তারপর ২০১৯ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর রাজ‌্য সরকার ডিটেনশন শিবির তৈরির তোড়জোড় শুরু করে। নভেম্বরে হাই কোর্টকে রিপোর্ট দিয়ে রাজ‌্যজুড়ে ৩৫টি অস্থায়ী ডিটেনশন ক‌্যাম্পের জায়গা চিহ্নিত করার কথাও জানায়। সরকারি সূত্রের খবর, বিভিন্ন দেশের ৮৬৬ জনের বিরুদ্ধে ফরেনার্স অ‌্যাক্ট এবং অন‌্যান‌্য আইনে ৬১২টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে অমিত শাহ কিন্তু ঢোক গিলে ফেললেন। দ্বিচারিতা প্রকাশ পাওয়ায় এবার নিজেই পিছু হটলেন। সোমবার  ANI-কে জানিয়ে দিলেন সুর নরম করে,  ‘এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি।’

অর্থাৎ,সারা ভারতে এনআরসি হবে এবং অসমে দ্বিতীয়বারের জন্যে জনগণকে বিপদের মুখে ফেলে শাস্তি দিয়ে এনআরসি করা হবে, সে কথা নভেম্বর মাসে তিনি বলেছিলেন। এবং সংসদে CAB বিল পাশ করানোর সময় অহংকারের সাথে ঘোষণা করেন, এনআরসি হচ্ছে সারা ভারতে।

এরপর রবিবার নরেন্দ্র মোদি সারা দেশে ডিটেনশন ক্যাম্প একটিও নেই বলার পাশাপাশি উচ্চস্বরে বলেছেন ২০১৪ সালে ক্ষমতায় আসার পরবর্তী সময় থেকে এখন অবধি তাঁর সরকার কখনো ভারতে এনআরসি’র কথা উচ্চারণও করেনি। সব ভুয়ো প্রচার চালানো হচ্ছে।

একই মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কথার সুরে মিল নেই! প্রশ্ন বিরোধিদলসহ বিভিন্ন মহলে।

বিপাকে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঠোঁটে আঙুল চাপা দিলেন। জানালেন সংসদে বা ক্যাবিনেটে কোথাও NRC নিয়ে কোনও আলোচনা হয়নি।

প্রদেশ কংগ্রেসের বক্তব্য, ‘‘মোদী আসলে সব কিছুই ছেলেখেলায় পরিণত করেছেন। এক বার বলছেন এনআরসি হবে, এক বার বলছেন, তেমন কথাই হয়নি। এক বার তিনি বলছেন, ডিটেনশন সেন্টার ভেঙে দেবেন। তিনিই আবার নতুন ডিটেনশন সেন্টার গড়তে টাকা পাঠাচ্ছেন। এখন আবার বলছেন, ডিটেনশন সেন্টার বলে কিছুই নেই। এমন প্রধানমন্ত্রীর শুধু মিথ্যাচারীই নন, দেশের পক্ষে বিপজ্জনক।’’

 

 

 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd