গুয়াহাটিঃ পাকিস্তানী এজেন্টকে মোবাইল সিম কার্ড সরবরাহ করার অভিযোগে অসম পুলিশ (Assam Police) নগাঁও(Nagaon) এবং মরিগাঁও (Morigaon district) জেলা থেকে ৫ জনকে গ্ৰেফতার করল। পুলিশ জানিয়েছে- ধৃতরা বিদেশী দূতাবাসে প্ৰতিরক্ষা সংক্ৰান্ত সমস্ত তথ্য শেয়ার করতো। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন(Mobile phone), সিম কার্ড (SIM Card) এবং অন্যান্য সামগ্ৰী উদ্ধার করা হয়েছে।
ধৃতদের নাম নগাঁওয়ের আসিকুল ইসলাম, বদর উদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদ জামান এবং মরিগাঁওয়ের বাহারুল ইসলাম বলে সনাক্ত করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৮ টি মোবাইল ফোন, ১৩৬টি সিম কাৰ্ড, একটি ফিঙ্গারপ্ৰিন্ট স্ক্যানার, একটি হাই টেক সিপিইউ এবং কিছু কাগজ পত্ৰ বাজেয়াপ্ত করা হয়েছে।
অসম পুলিশের মুখপাত্ৰ প্ৰশান্ত ভুঁইঞা এ সম্পর্কে জানিয়েছেন- গোপন সূত্ৰে খবর পেয়ে এবং অন্যান্য সূত্ৰে থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্ৰেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে দুটি আইএমইআই নম্বরের মোবাইল হ্যান্ডসেট (Mobile handset) ব্যবহার করার তথ্য প্ৰকাশ্যে এসেছে। এই হ্যান্ডসেট থেকে হোয়াট্সআপ-এর মাধ্যমে কল করে প্ৰতিরক্ষা তথ্য বিদেশী দূতাবাসে শেয়ার করা হতো বলে দাবি পুলিশের।
তিনি আরও জানান- ওই দুই জেলায় প্ৰায় আরও ১০ জন লোক বেশ কিছু টেলিকম পরিষেবা কোম্পানি থেকে অবৈধভাবে সিম কার্ড কিনে কিছু পাকিস্তানি এজেন্টকে সরবরাহ করার তথ্য পাওয়া গেছে।