নয়া দিল্লি: প্যান কার্ড ভারতীয়দের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। অনেক জরুরি কাজেই আজকাল প্যান কার্ড ব্যবহৃত হয়।
সম্প্রতি জানা গিয়েছে, প্রায় সাড়ে ১১ কোটি ভারতীয়ের প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তথ্য জানার অধিকার আইনে এমনই এক চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে।
আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে প্যান কার্ড বাতিল করা হয়েছে ।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সফলভাবে লিঙ্ক না হওয়ার জন্য সাড়ে ১১ কোটি কার্ড বাতিল করা হয়েছে।
তবে ১০০০ টাকা জরিমানা দিয়ে এই প্যান কার্ডগুলো আবার সক্রিয় করা যেতে পারে।