নয়াদিল্লি: দুর্গা পুজোর উদ্বোধন করলেন লেখক তসলিমা নাসরিন। ছবিগুলো দিলেন সোশ্যাল মিডিয়ায়।

লিখেছেন: কাল নয়ডায় এক পুজো উদবোধন করলাম। শিল্পী পিনাকি রঞ্জন বেরার অনুরোধ আগের বছর রাখতে পারিনি, এবার রাখলাম। ওর আন্তরিকতার তুলনা হয় না।
খুব ভাল শিল্পী পিনাকি। আমার ঘরের দেয়ালে ওর আঁকা তিনটে ছবি শোভা পাচ্ছে ।