শীতকালে পা ফাটার সমস্যা থাকেই,  ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিলেই হবে মুশকিল আসান। 

রাতে শুতে যাওয়ার আগে গরম জলে পা ডুবিয়ে পরিষ্কার করুন। এক ছিটে নুন বা লিকুইড শ্যাম্পু দিতে পারেন গরম জলে। পা পরিষ্কার হয়ে গেলে শুকনো করে মুছে নিতে হবে।

এর পর গোড়ালিতে ঘন ক্রিম লাগাতে হবে।

রাতে নরম সুতির মোজা পরে ঘুমোন।

গোড়ালি নরম রাখতে হবে, তাহলে ফাটবে কম।

তেল, ক্রিমের মালিশ লাগবেই।

শীতে মোজা, ঢাকা জুতো পরে বেরোন